নগরকান্দায় সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Nov 19, 2025 - 13:36
Nov 19, 2025 - 14:00
 0  6
নগরকান্দায় সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় সমাজসেবা অধিদপ্তরের দারিদ্র বিমোচন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

পল্লী সমাজ সেবা, পল্লী মাতৃকেন্দ্র, দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম এবং আশ্রয়ন প্রকল্পের আওতায় উপজেলার তিনজন প্রতিবন্ধী উপকারভোগী, মাওলানা আরিফ, লতিফ শরিফ ও জসিমউদ্দিন এর হাতে ৫০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক তুলে দেওয়া হয়।

এসময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow