স্বপ্ন নিয়ে গিয়েছিল বিদেশে, ফিরলো নিথর লাশ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Jan 14, 2026 - 16:22
 0  10
স্বপ্ন নিয়ে গিয়েছিল বিদেশে, ফিরলো নিথর লাশ

‎পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রায় আট বছর আগে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন জামাল মাতুব্বর। স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ গড়ার সংগ্রামে দিনরাত পরিশ্রম করা সেই মানুষটি আর জীবিত ফিরলেন না; ফিরলেন নিথর লাশ হয়ে। কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মরত অবস্থায় গত ১ জানুয়ারি রহস্যজনকভাবে তার মৃত্যু হয়।

‎বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। লাশবাহী গাড়ি গ্রামে পৌঁছাতেই যেন কান্নার রোল পড়ে যায়; স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

‎জামাল মাতুব্বর ঐ গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে ও দুই নিষ্পাপ কন্যা সন্তানের জনক। তিন বছর আগে শেষবারের মতো ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কথা ছিল ২০২৬ সালের জানুয়ারিতে আবার দেশে ফিরে স্ত্রী-সন্তানদের বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু সেই ফিরে আসা আর হলো না; এলো শুধু কাফনে মোড়ানো নিথর দেহ।
‎নিহতের স্ত্রী কাকোলি বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার কাছে থাকা টাকা আর স্বর্ণালংকার লুট করতেই তাকে হত্যা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা করেছে, তারা তার খুব কাছের মানুষ। আমি বিচার চাই, আমার স্বামীর হত্যার বিচার চাই।

‎এই কথা বলতে বলতেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন তিনি। পাশে দাঁড়িয়ে দুই ছোট মেয়ে শুধু বোঝার চেষ্টা করছিল- কেন তাদের বাবা আর ফিরবে না।

‎তালেশ্বর গ্রামের বাসিন্দা ও কুয়েতপ্রবাসী মুন্নু ফকির বলেন, জামাল আর কিছুদিন পরেই দেশে আসার কথা ছিল। হঠাৎ ১ জানুয়ারি ফোন পাই সে আগুনে পুড়ে মারা গেছে। কুয়েতের ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়, পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সব প্রক্রিয়া শেষে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মঙ্গলবার লাশ দেশে পাঠানো হয়।

‎এদিকে জামালের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার বুক ভেঙে দিয়েছে। স্বজন ও এলাকাবাসী কুয়েতে বাংলাদেশি দূতাবাসের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow