ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের পথে তেহরান

আন্তর্জাতিক ডেস্কঃ
Jan 14, 2026 - 16:51
 0  2
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের পথে তেহরান

ইরানে টানা তৃতীয় সপ্তাহের মতো চলছে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ। আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। এরই ধারাবাহিকতায় বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে তেহরান। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, গত সপ্তাহে গ্রেফতার হওয়া ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবারের (১৪ জানুয়ারি) মধ্যেই কার্যকর করা হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম *দ্য গার্ডিয়ান*-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার তেহরানের উত্তর-পশ্চিম উপকণ্ঠের শহর কারাজ থেকে এরফান সোলতানিকে আটক করা হয়। দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার ঠিক আগ মুহূর্তে যখন বিক্ষোভ চরমে পৌঁছেছিল, তখনই তিনি গ্রেফতার হন। আটকের পর অত্যন্ত দ্রুততার সঙ্গে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। গার্ডিয়ানের তথ্যমতে, গত সপ্তাহে আটক হওয়া হাজারো বিক্ষোভকারীর মধ্যে এরফান একজন।

এরফান সোলতানির মামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করে বলেছে, ভিন্নমত দমন ও জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে ইরানি কর্তৃপক্ষ আবারও দ্রুত বিচার এবং নির্বিচার মৃত্যুদণ্ডের পথ বেছে নিয়েছে।

অ্যামনেস্টির তথ্যানুযায়ী, ব্যাপক বিক্ষোভ ও ইন্টারনেট শাটডাউনের মধ্যে গত ৮ জানুয়ারি থেকে পরিবারের সঙ্গে এরফানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ১১ জানুয়ারি একটি সূত্র মারফত জানা যায়, কর্মকর্তারা এরফানের পরিবারকে তার মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্যবেক্ষকদের মতে, মৃত্যুদণ্ড কার্যকরের হারের দিক থেকে বিশ্বে চীনের পরেই ইরানের অবস্থান। নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইরানে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলমান বিক্ষোভে গ্রেফতারকৃতদের ক্ষেত্রেও দেশটি একই কঠোর পথে হাঁটছে বলে আশঙ্কা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow