এইচএসসি কেন্দ্র পুনর্বহালের দাবিতে চরভদ্রাসনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 14, 2025 - 21:46
 0  7
এইচএসসি কেন্দ্র পুনর্বহালের দাবিতে চরভদ্রাসনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফরিদপুরের চরভদ্রাসন থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিলের প্রতিবাদে এবং তা অবিলম্বে ফিরিয়ে আনার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রায় অর্ধ ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করেন তারা।

এদিন সকাল ১১টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজের প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী চরভদ্রাসন বাজার সংলগ্ন সেতুর ওপর অবস্থান নেন। তারা সড়কের চারপাশে ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন, ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চরভদ্রাসন থেকে পরীক্ষার কেন্দ্র অন্য উপজেলায় সরিয়ে নেওয়া হলে তাদের চরম ভোগান্তিতে পড়তে হবে। দূরের পথে যাতায়াতের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনার ঝুঁকি যেমন রয়েছে, তেমনি সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে এই কলেজের এক-তৃতীয়াংশ নারী শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে তাদের অভিভাবকরা গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষার্থীরা আরও বলেন, উপজেলার শালেপুর চরের মতো দুর্গম এলাকা থেকে অনেককে নৌকা ও ট্রলারে নদী পাড়ি দিয়ে কলেজে আসতে হয়। নিজেদের কলেজে পৌঁছানোই যেখানে একটি বড় চ্যালেঞ্জ, সেখানে অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এ সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে কথা বলেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দাবি মানা না হলে আগামী মঙ্গলবার থেকে কঠোর ‘শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এ বিষয়ে চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস বলেন, “কেন্দ্রটি সরিয়ে নেওয়া হলে শিক্ষার্থীরা প্রকৃতপক্ষেই বাস্তব সমস্যার সম্মুখীন হবে। তাদের আন্দোলন যৌক্তিক এবং এর মাধ্যমে তারা নিজেদের দুর্ভোগের কথাই তুলে ধরেছে। আমার ব্যক্তিগত ধারণা, কেন্দ্রটি সদরপুর উপজেলায় সরিয়ে নেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।”

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জানান, “পরীক্ষা কেন্দ্র নির্ধারণ বা বাতিলের বিষয়টি স্থানীয় প্রশাসনের হাতে নেই, এটি সম্পূর্ণ শিক্ষা বোর্ডের সিদ্ধান্তসাপেক্ষ। চরভদ্রাসনে একটিমাত্র কলেজ থাকায় কেন্দ্র অন্যত্র স্থানান্তরের একটি সম্ভাবনা রয়েছে, তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি।” তিনি শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, তাদের সমস্যার কথা উল্লেখ করে দ্রুতই শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow