কুবিতে কুকসু আইন অন্তর্ভুক্তি ও নির্বাচনের দাবিতে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 14, 2025 - 21:50
 0  6
কুবিতে কুকসু আইন অন্তর্ভুক্তি ও নির্বাচনের দাবিতে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্রুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠন এবং নির্বাচন আয়োজনের দাবিতে রেজিস্ট্রারের নিকট স্মারকলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে রেজিস্ট্রারের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে কুকসু আইন অন্তর্ভুক্তকরণ, গঠনতন্ত্র প্রণয়ন এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশসহ তিন দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো গঠনতন্ত্র প্রণয়নে শিক্ষার্থীদের সাথে সংসদীয় ধারায় আলাপ-আলোচনার মাধ্যমে খসড়া প্রণয়ন করা, বিশ্ববিদ্যালয়ের বর্তমান গঠনতন্ত্রে কুকসু অন্তর্ভুক্ত নেই তাই আচার্যের মাধ্যমে কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চিঠি ইস্যুর মাধ্যমে কুকসু আইন অন্তর্ভুক্ত করা এবং নির্দিষ্ট তারিখ উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা।

স্মারকলিপিতে আরও বলা হয়, ইতোমধ্যে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের আমেজ বইছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাই শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এবিষয়ে কুবি ইনকিলাব মঞ্চের  যুগ্ম সদস্য সচিব মো. হাছান বলেন, 'বিশ্ববিদ্যালয় গুলোকে রাজনীতি মুক্ত এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করনের ছাত্র সংসদ প্রতিষ্ঠার বিকল্প নাই।আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন শীগ্রই বাস্তবিক পদক্ষেপ নিবেন।কিন্তু বাস্তবতা হচ্ছে একটা কমিটি করে দিয়ে প্রশাসন আর কোন কার্যকরী পদক্ষেপ নেয় নাই।আমরা ২১ কার্যদিবস এর মধ্যে প্রত্যাশা করেছিলাম কিন্তু ইতোমধ্যে তা পার হয়ে গেলেও কোন রেজাল্ট পাচ্ছি না।আমরা প্রত্যাশা করছি শীগ্রই একটা রোড ম্যাপ দিতে হবে না হয় কঠোর আন্দোলনে যেতো বাধ্য হবো।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow