কাপ্তাইয়ে চন্দ্রঘোনায় দুইদিনব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে দুইদিনব্যাপী আয়বর্ধক কার্যক্রমের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আহসান হাবীব এবং উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা। এছাড়া ৭১ টিভি কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কর্মশালায় কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষি ও হাঁস-মুরগি পালন করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আয়বর্ধক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে প্রশিক্ষণার্থীদের সঙ্গে কার্যকরী পরামর্শ বিনিময় করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারি এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আহসান হাবীব। কর্মশালায় মোট ৫০ থেকে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ