মাগুরায় বিদেশি ফলের চাষে এগিয়ে চলছেন শিক্ষার্থী সম্পদ মন্ডল

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Nov 19, 2025 - 14:56
Nov 19, 2025 - 15:31
 0  7
মাগুরায় বিদেশি ফলের চাষে এগিয়ে চলছেন শিক্ষার্থী সম্পদ মন্ডল

মাগুরার মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামে বিদেশি ফলের চাষ শুরু করেছেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী সম্পদ মন্ডল। তিনি নিজ বাড়ির আঙিনায় পরিত্যক্ত এক একর জমিতে পরীক্ষামূলকভাবে এই চাষ শুরু করেন।

বর্তমানে তার ফল বাগিচায় কোকোয়া, ননি ফ্রুটস, করসল (স্টার ফ্রুট) এবং কফি গাছে ফল এসেছে। শখ থেকে শুরু হলেও এটি এখন তার স্বপ্নে পরিণত হয়েছে। ভবিষ্যতে তিনি বৃহৎ আকারে চাষ করার পরিকল্পনা করছেন।

সম্পদ মন্ডল জানান, “বিদেশি ফলের প্রতি আগ্রহ থেকেই শুরু। আমি নিজে গাছ ভালোবাসি। ভাবলাম, আমাদের দেশে কেন বিদেশি ফলের চাষ হবে না। তাই বাড়ির আঙিনায় কিছু চারা এনে পরীক্ষামূলক চাষ শুরু করি। এখন গাছগুলো ভালোই বাড়ছে এবং চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেব।”

সম্পদ মন্ডলের পিতা (অবসরপ্রাপ্ত শিক্ষক) জগদীশ মন্ডল বলেন, সম্পদ নিজেই ফল বাগানের পরিচর্যা করেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এতে সহযোগিতা করেন।

চকলেট তৈরির মূল উপাদান কোকোয়া গাছ বাংলাদেশে বিরল। গাছ সাধারণত ১৫–২০ ফুট পর্যন্ত বড় হয়। কোকোয়া বিনে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি, যা হৃদরোগের ঝুঁকি কমায়। সম্পদ মন্ডল আশা করছেন, সঠিক পরিচর্যা দিলে ভবিষ্যতে এখান থেকে কোকোয়া বিনও সংগ্রহ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, “ননি ফ্রুটস ফলটি খুবই উপকারী। দুই বছর আগে পরীক্ষামূলকভাবে লাগিয়েছি, এখন নিয়মিত ফল আসছে। করসল বা স্টার ফ্রুট বিদেশি জাত, কাটিং করলে তারকা আকৃতির ফল পাওয়া যায়। এটি ভিটামিন সি ও পটাশিয়ামে সমৃদ্ধ এবং লিভার ও কিডনি পরিশোধনে সহায়ক।”

উচ্চভূমির ফসল হলেও সম্পদ মন্ডল পরীক্ষামূলকভাবে কফি গাছও লাগিয়েছেন। লাল রঙের ছোট ফলের ভেতরে থাকে বিখ্যাত কফি বীজ। কফি বিনে ক্যাফেইন থাকে যা মানসিক সতর্কতা ও কর্মক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তিনি বলেন, “বাংলাদেশে কফির চাষ এখন জনপ্রিয় হচ্ছে, তাই আমি ও শুরু করেছি। গাছগুলো এখন ভালোই আছে এবং কফি ফলে রঙ এসেছে।”

সম্পদ মন্ডল চান তার এলাকায় বিদেশি ফলের একটি বাগান গড়ে তুলতে। তার ভাষায়, “এটি শুধু শখ নয়, ভবিষ্যতে বড় স্বপ্ন।” স্থানীয়রা মনে করছেন, সম্পদের এই উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং মহম্মদপুরে নতুন কৃষি সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow