ফরিদপুরে সাবেক আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফারুক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি হিসেবে তাকে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর শহরের ঝিলটুলি এলাকার ডায়াবেটিস হাসপাতালসংলগ্ন নিজস্ব ফ্ল্যাট থেকে ফারুক হোসেনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় ৪টি এবং ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ২টি মামলা রয়েছে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ