ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রশিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 12, 2025 - 19:06
 0  3
ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রশিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানী সরকারী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণী ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় কলেজ অডিটোরিয়ামে এ ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের ইসলামের সঞ্চালনায় ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)'র এজিএস ফেরদৌস আল হাসান, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসাইন, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মোঃ ইমরান খান, ইন্দুরকানী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাতুল,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি কে এম রাহাতুল ইসলাম প্রমুখ।    

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, ছাত্রদের সংগ্রামের মুল বিষয় ছিলো ঘুষ দিয়ে, কোটা দিয়ে কেউ কোনো চাকরি নিতে পারবেনা। আমার মেধা আছে, আমার যোগ্যতা আছে আমি চাকরিতে যোগদান করবো। ঘুষ দিয়ে চাকরি নিলে তার মানসিকতা থাকে ঘুষ খাওয়ার। যদি কোনো ব্যক্তি দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেয় তাহলে তার মানসিকতা থাকে কিভাবে সেই ঘুষের টাকা উঠানো যায়। এই সমাজটাকে আমাদের পরিবর্তন করতে হবে।যদি পরিবর্তন করতে হয় তাহলে উপর থেকে নয় নিচ থেকেই পরিবর্তন শুরু করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, ছাত্র শিবিরের মতো এরকমের সুন্দর একটি অনুষ্ঠান এর আগে এই কলেজে হয়নি। আমরা এই আয়োজন উপভোগ করতে পেরে খুবই আনন্দিত। তারা আমাদের বিভিন্ন শিক্ষা উপকরণও দিয়েছে এবং ভালো ক্যারিয়ার গড়তে পরামর্শও দিয়েছে। 

ইন্দুরকানী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলাম বলেন, ইন্দুরকানী কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমরা বিগত চার দশকে স্বেরাচার সরকারের  সময় ছাত্র-ছাত্রীদের উন্নয়নে এরকমের বড় কোনো আয়োজন করতে পারিনি। ২৪ এর ৫ আগস্টের পর এরকমের আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করে আজ বাস্তবে রুপান্তরিত হলো। এর কিছুদিন আগেও আমরা এই কলেজে একটি হেল্প ডেস্ক করেছিলাম। আমাদের এ ধরনের উন্নয়ন মূলক কাজ অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow