আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ডাচ মন্ত্রীকে যা বললেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
Nov 19, 2025 - 12:42
 0  3
আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ডাচ মন্ত্রীকে যা বললেন প্রধান উপদেষ্টা
ছবি : বাসস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচন আয়োজন, বিনিয়োগ সহযোগিতা ও শ্রম আইন সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “সরকার নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে। দেশের জনগণ একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে।”

ড. ইউনূস আরও বলেন, আগের স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে না পারা রেকর্ডসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। “যে তরুণেরা গণঅভ্যুত্থানের সময় দেয়ালে গ্রাফিতি এঁকেছিলেন, সেই তারুণ্যই এবার ভোটকেন্দ্রে এসে ইতিহাস গড়বে,” যোগ করেন তিনি।

নেদারল্যান্ডসের ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে প্রশংসা জানিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকারের হাতে সময় ছিল খুব কম, তারপরও তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”

তিনি বাংলাদেশের সাম্প্রতিক শ্রম আইন সংস্কারকে স্বাগত জানিয়ে বলেন, এসব পরিবর্তন ইউরোপীয় দেশগুলোর আরও বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে। চলতি মাসের শুরুতে উপদেষ্টা পরিষদে অনুমোদন এবং পরবর্তীতে রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ায় আইনের প্রয়োগ এখন সময়ের ব্যাপার মাত্র।

পাসকাল গ্রোটেনহুইস জানান, নেদারল্যান্ডস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে পিপিপি–বিষয়ক একটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা করছে। এতে বাংলাদেশে ডাচ বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

“পঞ্চাশ বছর ধরে নেদারল্যান্ডস ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। এখন আমরা এই সম্পর্ককে সমতা, অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগে আরও উন্নীত করতে চাই,” যোগ করেন ডাচ মন্ত্রী।

বৈঠকে কৃষি, বাণিজ্য, প্রযুক্তি, যুব উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow