কাপ্তাই ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
May 23, 2025 - 21:09
 0  6
কাপ্তাই ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন

"যদি থাকে মানবতা মনে ভয় নেই রক্তদানে" স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে কাপ্তাই ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সজীব তালুকদার ও নীতি তালুকদার সঞ্চালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ব্লাড ব্যাংক সভাপতি সুগত তনচংগ্যা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা পরিচালক ডা. প্রবীর খিয়াং, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

বক্তারা স্বেচ্ছায় রক্তদানকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “এ কাজে সকল শ্রেণী ও পেশার মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসবেন, তবেই দেশের উন্নতি সম্ভব।” তারা কাপ্তাই ব্লাড ব্যাংককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উৎসব অনুষ্ঠানে বিনামূল্যে ১শ জনের রক্তগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালিত হয়। এরপর আগত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এছাড়া, ওয়াগ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

২৩ মে, ২০২৫ সালে কাপ্তাই ব্লাড ব্যাংকের এই বার্ষিকী অনুষ্ঠানে মানবিকতা ও ঐক্যের বার্তা পরিবেশ করেছিলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow