কাপ্তাইয়ে সরকারি খাস জমিতে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ বন্ধ; উচ্ছেদ হলো দুটি ঘর

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Jan 8, 2026 - 17:28
 0  9
কাপ্তাইয়ে সরকারি খাস জমিতে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ বন্ধ; উচ্ছেদ হলো দুটি ঘর

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের সময় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নির্মাণাধীন দুটি পাকা ঘর ভেঙে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিলছড়ি হাজির টেক এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

সরেজমিনে জানা যায়, স্থানীয় বাসিন্দা এজাহার মিয়া এবং রমজান আলী সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকা দালান নির্মাণ করছিলেন। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায় এবং নির্মাণাধীন স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়।

অভিযানের বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, “সরকারি খাস জায়গায় কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করা আইনত নিষিদ্ধ। আইন অমান্য করে এই স্থাপনাগুলো তৈরি করা হচ্ছিল, তাই আমরা আজ অভিযান চালিয়ে তা ভেঙে দিয়েছি।”

অভিযান চলাকালে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

এদিকে, দীর্ঘদিনের বসতভিটায় ঘর নির্মাণের সময় তা ভেঙে দেওয়ায় ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। রমজান আলীর স্ত্রী ইউনুস খাতুন এবং এজাহার মিয়ার ছেলে মঈন উদ্দিন আক্ষেপ করে বলেন, “আমরা ৫০ বছরেরও অধিক সময় ধরে এই জায়গায় বসবাস করছি। এখন আমাদের থাকার জায়গাটাও ভেঙে দেওয়া হলো, আমরা পরিবার নিয়ে কোথায় যাবো?”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow