ভারতের জন্য বড় দুঃসংবাদ

খেলা ডেস্কঃ
Jan 8, 2026 - 17:59
 0  17
ভারতের জন্য বড় দুঃসংবাদ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে বড় দুঃসংবাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। দলের নির্ভরযোগ্য ব্যাটার তিলক ভার্মা টেস্টিকুলার টরশন সমস্যায় আক্রান্ত হয়ে রাজকোটে জরুরি অস্ত্রোপচার করিয়েছেন। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিপক্ষে খেলার সময় চোট পাওয়া এই ক্রিকেটারের পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার খেলা হচ্ছে না এবং ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনলেও শেষ পর্যন্ত তাকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। ভারতের কিছু রাজনৈতিক ও ধর্মীয় দলের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রশ্ন তুলেছে যে, ভারত যদি আইপিএলে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে, তবে বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে। নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার বিষয়টি বিসিবি লিখিতভাবে আইসিসিকে জানিয়েছে।

রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, কলকাতার সাথে মোস্তাফিজের চুক্তিটি দারুণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে তা হতাশাজনক। এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। কোচ আর্থার লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোস্তাফিজের প্রশংসা করেছেন এবং বিশ্বকাপে তাদের ওপর নজর রাখবেন বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow