যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আ’লীগের ৫ নেতার পদত্যাগ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Jan 8, 2026 - 20:48
 0  5
যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আ’লীগের ৫ নেতার পদত্যাগ

‎ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। একই সঙ্গে বিএনপির নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

‎পদত্যাগকারী নেতারা হলেন- উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়নের ৭ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎পাঁচজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন। তিনি বলেন, আমি কোনো প্রকার চাপ বা ভয়ভীতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে আমার পদ থেকে পদত্যাগ করেছি এবং বিষয়টি সংগঠনের কাছে লিখিতভাবে আগেই জানিয়েছি।

‎তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমি বিএনপিতে যোগদান করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow