কাপ্তাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি দীপু

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Oct 1, 2025 - 18:17
 0  12
কাপ্তাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি দীপু

সম্প্রীতির রাঙামাটি গড়ার প্রত্যয়ে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। দুপুর আড়াইটা পর্যন্ত তিনি কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কাপ্তাই প্রজেক্ট ব্রিকফিল্ড মাতৃ মন্দির, শিলছড়ি দুর্গা মন্দির, ওয়াগ্গাছড়া লোকনাথ মন্দির এবং রাইখালী ত্রিপুরাসুন্দরী কালী মন্দির ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং ভক্তদের সঙ্গে কথা বলেন এবং পূজারী, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “সম্প্রীতির রাঙামাটিতে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে দুর্গাপূজা উদযাপন করছেন। এদেশে প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের। বিএনপি সকল সম্প্রদায়কে নিয়ে দেশকে নতুন করে গড়তে চায়।”

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়ামিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা ও মিজানুর রহমান মিজান।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মহাজন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরূপ কুমার মুৎসুদ্দি, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, সহ-সমন্বয়ক ঝুলন দত্ত, আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব ঝুলন দত্তসহ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে একই দিনে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহও পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি পূজারী ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক তাকের সুলায়মান, সদস্য নাজমুল সাকিব, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামচুল কবির ফরহাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার, জেলা ছাত্রদল নেতা অনন্যা কবিরসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow