কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
রাঙামাটির কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার আয়োজনে এবং মাওলানা সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সারা বছরের কঠোর পরিশ্রমের ফল হিসেবে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে মেধাতালিকায় স্থান অর্জনকারী এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব প্রদর্শনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করে কৃতি শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বারেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য কর্মকর্তা দোলাওয়ার হোসেন এবং বিএফআইডিসি মসজিদের ইমাম আনোয়ার হোসেন।
বক্তারা বক্তব্যে নূরানী শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের সুশিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ