আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ: তালিকায় ৭ বাংলাদেশি, অনিশ্চয়তার মেঘ প্রাপ্যতা নিয়ে
আগামীকাল আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজি এই নিলামে খেলোয়াড় কেনায় অংশ নেবে। নিলামের জন্য চূড়ান্ত করা ৩৫০ খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে দল পাওয়া নিয়ে তাঁদের সামনে বড় অনিশ্চয়তা—পুরো মৌসুমে সময় দিতে পারা যাবে কি না, সেটিই মূল প্রশ্ন।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের প্রাপ্যতা (অ্যাভেইলেবিলিটি) সম্পর্কে অবহিত করা হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ সীমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবারের নিলামে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আছেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়া রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম—সবার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি করে। রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বরাবরই অনিয়মিত—কখনো একজন, কখনো দুজন, আবার কখনো কেউই নন। সর্বশেষ আসরে শুরুতে কোনো বাংলাদেশি ছিলেন না; পরে বদলি হিসেবে মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসে যোগ দেন। এবারও দল পাওয়ার সম্ভাবনায় বাংলাদেশিদের মধ্যে এগিয়ে আছেন মোস্তাফিজই।
তবে এবারের নিলামে দলগুলোর সামনে খেলোয়াড় কেনার সুযোগ তুলনামূলক কম। ১০টি দল মিলে কেনা হবে মোট ৭৭ জন খেলোয়াড়, যার মধ্যে বিদেশি কোটায় সুযোগ পাবেন ৩২ জন। ফাঁকা জায়গার স্বল্পতার পাশাপাশি বাংলাদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে পুরো টুর্নামেন্টজুড়ে প্রাপ্যতার বিষয়টি।
ক্রিকবাজ জানায়, ২০২৬ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৬টি সাদা বলের ম্যাচ রয়েছে—যা আইপিএলের সময়ের সঙ্গেই পড়তে পারে। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর দৃষ্টিতে বাংলাদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে সংশয় তৈরি হচ্ছে।
নিলামকে সামনে রেখে আজ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নিলাম-পূর্ব সভায় বসছে বিসিসিআই। আবুধাবির একটি হোটেলে আয়োজিত এই সভায় ভারতীয় বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাবে, কোন কোন বিদেশি খেলোয়াড় ওই সময়ে ব্যস্ত থাকতে পারেন।
এদিকে আইপিএলে দল পেলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) দেবে বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন। তিনি বলেন, ‘আইপিএলের বেশির ভাগ সময়ের জন্যই এনওসি দেওয়া হবে। আমরা চাই, তারা সেখানে যতটা সম্ভব বেশি সময় খেলুক।’
What's Your Reaction?
খেলা ডেস্কঃ