বিশ্বকাপে না যাওয়ার হুমকিতে বেকায়দায় ভারত, পাল্টা ‘ভিভিআইপি’ নিরাপত্তার প্রস্তাব
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে অব্যাহতির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যকার দ্বৈরথ এখন চরম আকার ধারণ করেছে। ক্রিকেটারদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে বিসিবির কঠোর অবস্থানে বড় ধরনের সংকটে পড়েছে ভারতের ক্রিকেট প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ দলকে ‘রাষ্ট্রপ্রধানদের’ সমতুল্য নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার প্রস্তাব নিয়ে হাজির হয়েছে ভারত।
সংকটে বিসিসিআই, আর্থিক ক্ষতির শঙ্কা
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াটিকে ‘অসম্মানজনক’ হিসেবে আখ্যায়িত করে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি। বাংলাদেশের এমন সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে আয়োজক দেশ ভারত। বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ না নিলে সম্প্রচার স্বত্ব, টিকিট বিক্রি এবং স্পন্সরশিপসহ বিভিন্ন খাত থেকে বিসিসিআইয়ের কোটি কোটি টাকা লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতের নজিরবিহীন নিরাপত্তার প্রস্তাব
সংকট নিরসনে বিসিসিআই এবার নজিরবিহীন এক প্রস্তাব দিতে যাচ্ছে। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে ‘রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা’ (ভিভিআইপি প্রোটোকল) দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানরা যে ধরনের নিচ্ছিদ্র নিরাপত্তা ও প্রোটোকল পেয়ে থাকেন, টাইগারদের জন্যও ঠিক সেই স্তরের নিরাপত্তার ব্যবস্থা করতে চায় ভারত। আইসিসির মাধ্যমে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে তুলে ধরার কথা রয়েছে।
বিসিবির অবস্থান: ভেন্যু হতে হবে শ্রীলঙ্কা
এত বড় নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে এখনো অনড়। বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবি ভারতের পরিবর্তে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অটল রয়েছে।
এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের তারকার সাথে আইপিএলে যে আচরণ করা হয়েছে, তাতে আমাদের ক্রিকেটারদের সম্মান ও মানসিক নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে। আমরা আমাদের অবস্থানে পরিষ্কার।”
আইসিসির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক আজ
এই অচলাবস্থা নিরসনে আজই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে বিসিবির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সভাতেই ভারত তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আইসিসির মাধ্যমে বিসিবির কাছে পেশ করবে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পেলে হয়তো বিসিবি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
আইপিএল সম্প্রচার নিষিদ্ধের সমর্থন
এদিকে, মুস্তাফিজ ইস্যুতে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের যে সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয় নিয়েছে, তাকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়েছেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা জবাব পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে বিসিবির মনোভাব অত্যন্ত কঠোর।
এখন ক্রিকেট বিশ্বের নজর আইসিসি ও বিসিবির আজকের বৈঠকের দিকে। ভারতের দেওয়া নজিরবিহীন রাজকীয় নিরাপত্তার প্রস্তাবে বিসিবির বরফ গলে কি না, নাকি শেষ পর্যন্ত টাইগারদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই সরিয়ে নিতে হয়—সেটাই এখন দেখার বিষয়।
What's Your Reaction?
খেলা ডেস্কঃ