দ্রুত দেশে ফেরার ঘোষণা মাচাদোর, অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা

আন্তর্জাতিক ডেস্কঃ
Jan 6, 2026 - 13:23
 0  6
দ্রুত দেশে ফেরার ঘোষণা মাচাদোর, অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি কারাকাসের বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি অজ্ঞাত কোনো স্থান থেকে ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, সাক্ষাৎকারে মাচাদো ভেনেজুয়েলার সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রত্যাখ্যান করে অভিযোগ করেন, মাদুরো সরকারের শাসনামলে নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধের সঙ্গে রদ্রিগেজ জড়িত ছিলেন।

মাচাদোর দাবি, ভেনেজুয়েলার জনগণ রদ্রিগেজকে মেনে নেয়নি এবং তারা বিরোধীদের পক্ষেই অবস্থান নিয়েছে। নিজের জনপ্রিয়তার ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘দেশে যদি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে আমরা ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হব।’

ভেনেজুয়েলার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এই বিরোধী নেতা জানান, তিনি দেশটিকে আমেরিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি শক্তিকেন্দ্রে রূপান্তর করতে চান। এ ছাড়া রাষ্ট্রের ক্ষতিসাধনকারী সব অপরাধী চক্র ও কাঠামো ভেঙে ফেলার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশত্যাগে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন মাচাদো।

উল্লেখ্য, গত ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের উদ্দেশ্যে নরওয়ের অসলোতে অবস্থান করছিলেন ভেনেজুয়েলার এই প্রভাবশালী নেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow