শোকার্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ ও নির্বাচনের পথে বিএনপি

অনলাইন ডেস্কঃ
Jan 6, 2026 - 13:16
 0  5
শোকার্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ ও নির্বাচনের পথে বিএনপি
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়েছেন তারেক রহমান। তবে মাতৃবিয়োগের গভীর শোককে শক্তিতে পরিণত করে তিনি এখন দল ও দেশ গঠনে মনোনিবেশ করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তিনি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোর প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দলের নেতারা জানিয়েছেন, বর্তমানে দেশনেত্রীর মৃত্যুতে ঘোষিত সাত দিনের শোক কর্মসূচি চলছে। এই শোক পালন শেষে পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামবে ধানের শীষের প্রার্থীরা। নির্বাচনী ইশতেহার চূড়ান্তকরণ, মনোনয়ন যাচাই-বাছাই এবং বিদ্রোহী প্রার্থীদের বিষয়টি এখন দলের হাইকমান্ডের নজরে রয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনায় এখন প্রাধান্য পাচ্ছে জাতীয় ঐক্য, সুশাসন, বিচার বিভাগীয় সংস্কার এবং অর্থনৈতিক স্বনির্ভরতা। তিনি বিভাজনের রাজনীতির অবসান ঘটিয়ে সব মত ও পথের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চান। তরুণদের মেধা ও সততাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তিনি বদ্ধপরিকর। কার্যক্রমের অংশ হিসেবে তিনি ইতোমধ্যেই নিজের একান্ত ও প্রেস সচিব নিয়োগ দিয়েছেন।

শিগগিরই তারেক রহমান সড়কপথে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন। সেখানে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। এছাড়া, সোমবারের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান করার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসাই বিএনপিকে নির্বাচনে বিজয়ী করবে। এই শোকের আবহে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে। দেশনেত্রীর আদর্শ ধারণ করেই আগামীতে স্বাধীনতা ও গণতন্ত্র সুসংহত করবে বিএনপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow