গণহত্যার পরও ফ্যাসিস্টদের পুনর্বাসনে তৎপরতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিলে প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন। তিনি বলেন, “এত বড় গণহত্যার পরও ইনিয়ে–বিনিয়ে ফ্যাসিস্টদের সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয় সরণি মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলা মানে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। পতিত স্বৈরাচার নানামুখী বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে পতিত স্বৈরাচার অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত ভঙ্গুর প্রমাণ করার চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র রুখতে গণমাধ্যমসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রতিবাদ মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
What's Your Reaction?
মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ