ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি, ছাত্রলীগ-শিবিরের সমঝোতা হয়েছে: সালাউদ্দিন বাবু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি নির্বাচনে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।
সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, "শিবিরের অনেক নেতাকর্মী একটা সময় ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলো, তাই ছাত্রলীগের সাথে এই নির্বাচনে শিবিরের একটা আন্ডারস্টান্ডিং হয়েছে।" তিনি আরও যোগ করেন যে, ছাত্রদল, শিবির এবং ছাত্রলীগের নিজস্ব ভোটব্যাংক রয়েছে। যদি দুইটি সংগঠন একত্রে নির্বাচন করে, তবে নির্বাচনে জয়ী হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, "অনেক অভিযোগ আছে এই নির্বাচনে অনেকের ভোট অন্যায়ভাবে দেওয়া হয়েছে, তাই এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। নির্বাচনটা সত্যিকারের সুষ্ঠু হয়েছে কিনা সেটাও দেখার বিষয়।"
এ সময় তার সাথে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম এবং যুবদল নেতা জাহিদ হাসান বিকাশসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






