ছাত্রদল নেতা আবিদের বিরুদ্ধে বহিষ্কারের দাবি

অনলাইন ডেস্কঃ
Dec 28, 2025 - 15:17
 0  4
ছাত্রদল নেতা আবিদের বিরুদ্ধে বহিষ্কারের দাবি
ছবি : সংগৃহীত

বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদ। ফুটেজে মুখ দেখানো এবং ছবি তোলার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তিনি দলের ‘চেইন অব কমান্ড’ ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে। তার এমন আচরণে ক্ষুব্ধ খোদ দলের হাইকমান্ড।

সম্প্রতি হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় আবিদের উচ্ছৃঙ্খল আচরণের বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ রয়েছে, ছবি ও ফুটেজে নিজেকে জাহির করার জন্য তিনি পরিস্থিতির তোয়াক্কা না করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এমনকি দলের সর্বোচ্চ অভিভাবক তারেক রহমানের কাছাকাছি পৌঁছাতে গিয়ে ধস্তাধস্তি ও ঠেলাঠেলির মতো ঘটনাও ঘটিয়েছেন তিনি।

এই ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অভ্যন্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংগঠনের একটি বড় অংশ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সরাসরি আবিদকে দায়ী করে তার বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এদিকে, চেইন অব কমান্ড ভঙ্গের প্রতিবাদে ছাত্রদলের একাংশ সংগঠনের একটি পূর্বঘোষিত কর্মসূচি বয়কট করেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। দলীয় কোন্দল ও কর্মসূচী বয়কটের কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে, যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow