ফরিদপুরে অম্বিকা চরণ মজুমদারের ১৭৫তম জন্মবার্ষিকী পালিত
ফরিদপুরে ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’-এর উদ্যোগে প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও আইনজীবী অম্বিকা চরণ মজুমদারের ১৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সরকারি রাজেন্দ্র কলেজ চত্বরে স্থাপিত অম্বিকা চরণ মজুমদারের ম্যুরাল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সজল বাড়ৈ, অনুপম নন্দী, সদস্য বিপ্লব রায়, কলেজ শাখার সংগঠক কৌশিক অধিকারী এবং পান্না আকতারসহ অনেকে।
পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “কর্মবীর অম্বিকা চরণ মজুমদারের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পাথেয় হওয়া উচিত। মানুষ তার কর্মের মধ্য দিয়েই মরেও অমর হয়ে থাকেন। অম্বিকা চরণ এক জীবনে যে জনকল্যাণমূলক কাজ করে গেছেন, তার সুফল ফরিদপুর তথা গোটা দক্ষিণবঙ্গের মানুষ যুগ যুগ ধরে ভোগ করছে।”
এ সময় বক্তারা কলেজ পর্যায়ে এই মহান কর্মবীরের জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
উল্লেখ্য, অম্বিকা চরণ মজুমদার ১৮৫১ সালে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সেনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবক ও লেখক। কৃতিত্বের সাথে বিএ পাস করার পর ১৮৭৪ সালে তিনি শিক্ষকতা পেশা গ্রহণ করেন এবং ১৮৭৯ সাল থেকে ফরিদপুর সদরে আইন ব্যবসা শুরু করেন।
স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে তিনি রাজনীতিতে পদার্পণ করেন এবং উনিশ শতকের শেষের দিকে ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯১৬ সালে লখনউতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন। তাঁর অসামান্য প্রচেষ্টায় ১৯১৮ সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রতিষ্ঠিত হয় এবং তিনি কলেজটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ফরিদপুর জেলা বোর্ডের সদস্য ও পৌরসভার সভাপতি হিসেবেও জনসেবায় নিয়োজিত ছিলেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ