আলফাডাঙ্গায় বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেস ব্রিফিং

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 1, 2025 - 20:41
 0  13
আলফাডাঙ্গায় বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেস ব্রিফিং

ফরিদপুরের আলফাডাঙ্গায় উলামায়ে কেরাম ও সর্বস্তরের সচেতন নাগরিকদের উদ্যোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঈমান অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বিকালে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ প্রেস ব্রিফিং ও আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের সভাপতি ও মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতী সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও আলফাডাঙ্গা উপজেলা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন বলেন,আল্লাহ্ তায়ালা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করা কোনোভাবেই মুসলিম সমাজ মেনে নেবে না। বাউল শিল্পী আবুল সরকারের এ ধরনের অবমাননাকর বক্তব্য তাওহীদপ্রেমী মুসলমানদের হৃদয়ে গভীর দুঃখ ও ক্ষোভ সৃষ্টি করেছে। আমরা তার বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে যুক্ত তাওহীদি জনতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কেউ পার পাবে না। আমরা দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান জানাই; তাই আইনের মাধ্যমেই ন্যায়বিচার প্রত্যাশা করি।

আলোচনা সভায় বক্তব্য দেন, 
বাংলাদেশ ইসলামী আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক হাদী জসীম উদ্দীন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী কতুব উদ্দীন ফরিদী,আলফাডাঙ্গা উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শামীম আনছারী, চাঁদড়া তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ,হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসানুল্লাহ প্রমুখ। 

বক্তারা বলেন, ধর্মীয় অবমাননার ঘটনা একের পর এক ঘটলেও যথাযথ ও কঠোর শাস্তি না হওয়ায় অনেকেই দুঃসাহসী হয়ে ওঠে। তাই এ ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন তারা।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow