ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাসকে সংবর্ধনা, নতুন দায়িত্ব নিলেন মো. আব্দুস সালাম

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 31, 2025 - 16:41
Aug 31, 2025 - 17:26
 0  38
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাসকে সংবর্ধনা, নতুন দায়িত্ব নিলেন মো. আব্দুস সালাম

একদিকে বিদায়ের করুণ সুর, অন্যদিকে নতুনের জয়গান। একদিকে কর্মজীবনের শেষ পাতায় সই করে যাওয়া এক নিবেদিতপ্রাণ শিক্ষকের অশ্রুসিক্ত চোখ, অন্যদিকে নতুন দিনের স্বপ্ন নিয়ে দায়িত্বের হাল ধরা আরেক কান্ডারি। এমনই এক আবেগঘন ও বর্ণিল দৃশ্যের সাক্ষী হলো ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ।

রবিবার (৩১ আগস্ট) কলেজ মিলনায়তন যেন হয়ে উঠেছিল শ্রদ্ধা, ভালোবাসা আর শুভকামনার এক মিলনক্ষেত্র। দীর্ঘদিনের সফল যাত্রার ইতি টেনে বিদায় নিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস। শিক্ষক, শিক্ষার্থী আর সহকর্মীদের ভালোবাসার অশ্রুতে সিক্ত হয়ে তিনি বিদায় নিলেন। আবার সেই একই মঞ্চে ফুলের সৌরভে বরণ করে নেওয়া হলো নতুন দিনের সারথি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালামকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, বিদায়ী অধ্যক্ষকে ‘শিক্ষার বাতিঘর’ আখ্যা দিয়ে বলেন, "সুভাষ চন্দ্র বিশ্বাস শুধু একজন অধ্যক্ষ ছিলেন না, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। তার আলোয় আলোকিত হয়েছে অগণিত শিক্ষার্থী। আমি বিশ্বাস করি, তিনি যে আদর্শের মশাল জ্বেলে দিয়ে গেলেন, নতুন অধ্যক্ষ মো. আব্দুস সালাম সেটিকে আরও উজ্জ্বল করে তুলবেন।"

বিদায়ী অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, "আজ আমি প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমার আত্মা পড়ে থাকবে এই কলেজের প্রতিটি ধূলিকণায়। এখানকার প্রতিটি মুখ আমার পরিবারের অংশ। আমার রেখে যাওয়া স্বপ্নগুলো নতুন অধ্যক্ষের হাত ধরে পূর্ণতা পাবে, এটাই আমার বিশ্বাস।"

দায়িত্বের গুরুভার কাঁধে নিয়ে প্রত্যয়ী কণ্ঠে নবনিযুক্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন, "বিদায়ী অধ্যক্ষ আমাদের জন্য যে উচ্চতার মানদণ্ড তৈরি করে গেছেন, তা আমার জন্য অনুপ্রেরণা ও চ্যালেঞ্জ। আমি কথা দিচ্ছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কলেজের অগ্রযাত্রাকে অপ্রতিরোধ্য করে তুলব।"

অনুষ্ঠানে শিক্ষক পরিষদের পক্ষ থেকে বক্তারা বিদায়ী অধ্যক্ষের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন পরিবেশ তৈরি করেন। পুরো অনুষ্ঠানটি অনবদ্য ও সুমিষ্ট সঞ্চালনায় প্রাণবন্ত করে রাখেন প্রভাষক মাহিদুল হক।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ মহসিন মিয়া, প্রভাষক বিভূতি-ভূষণ বিশ্বাস, সমাজ বিজ্ঞান  বিভাগীয় প্রধান বিষ্ণুপদ মন্ডল,ইসলামের ইতিহাসের  বিভাগীয় প্রধান আ. রশিদ খান , প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার,প্রভাষক মো.মেহেরুল ইসলাম  প্রমুখ

অনুষ্ঠানের শেষভাগে সৃষ্টি হয় এক অবিস্মরণীয় মুহূর্তের। বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারকে মুড়িয়ে দেয় কলেজ পরিবার। অন্যদিকে, নতুন অধ্যক্ষকে বরণ করে নেওয়া হয় ফুলের উষ্ণ অভ্যর্থনায়, যা আলফাডাঙ্গা সরকারি কলেজের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow