মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

অনলাইন ডেস্কঃ
Dec 15, 2025 - 13:53
 0  3
মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ সোমবার বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। ঘটনার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow