রাজবাড়ীতে ‘পাতি নেতাদের’ দাপট, উদ্বিগ্ন সাধারণ ভোটাররা

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Dec 15, 2025 - 14:15
 0  3
রাজবাড়ীতে ‘পাতি নেতাদের’ দাপট, উদ্বিগ্ন সাধারণ ভোটাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন এলাকায় নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে তথাকথিত ‘পাতি নেতা’দের দৌরাত্ম্য। বিশেষ করে গত ১২ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে—যেসব ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত নন, তারাই এখন নির্বাচনী পরিস্থিতিকে পুঁজি করে ভয়ংকর রূপে আবির্ভূত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব পাতি নেতা নিজেদের রাজনৈতিক প্রভাবশালী হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষের ওপর নানাভাবে প্রভাব বিস্তার করছেন। কোথাও প্রার্থীদের নাম ভাঙিয়ে সুবিধা আদায়, কোথাও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, আবার কোথাও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি তুলে ব্যক্তিস্বার্থ হাসিলের অভিযোগ উঠেছে।

সাধারণ ভোটারদের অভিযোগ, নির্বাচনের শান্ত পরিবেশ ঘোলাটে করার পেছনে এই শ্রেণির লোকজন বড় ভূমিকা রাখছে। এক ভোটার বলেন,

“এরা কোনো দলের দায়িত্বশীল নেতা না হয়েও ক্ষমতার দাপট দেখাচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে এলেই এ ধরনের সুবিধাবাদী গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে। এক বিশ্লেষক বলেন,

“এই পাতি নেতারা প্রকৃত রাজনৈতিক কর্মীদের আড়ালে থেকে পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করে। সময়মতো এদের নিয়ন্ত্রণ না করা গেলে এটি নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।”

সচেতন মহল মনে করছে, অবিলম্বে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন। তাদের মতে, এসব অপতৎপরতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow