থানচিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ডাকে কর্মরত স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে কর্মবিরতিতে অংশ নিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দেওয়ালে একটি ব্যানার টাঙিয়ে তারা কর্মবিরতির ঘোষণা দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মোট আটজন স্বাস্থ্য সহকারী বর্তমানে শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটিতে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ কারণে সরাসরি কর্মবিরতিতে অংশ নিতে না পারলেও কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তারা ব্যানার ঝুলিয়ে দেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা, বেতন বৈষম্য ও নিয়োগবিধি সংশোধনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন স্বাস্থ্য সহকারীরা। শিশুদের প্রাণঘাতী ১০টি রোগ থেকে সুরক্ষা দিতে নিয়মিত টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করলেও তারা যথাযথ মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ রয়েছে।
স্বাস্থ্য সহকারীরা জানান, ২০১৮, ২০২০ এবং চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে কেন্দ্রীয়ভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এর ফলে বুধবার থেকে সারাদেশের প্রায় ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও স্থগিত থাকবে।
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, বেতন স্কেল উন্নীতকরণ, পদমর্যাদা নির্ধারণ এবং প্রাপ্য মর্যাদা নিশ্চিতকরণ।
থানচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনি ত্রিপুরা বলেন, “আমাদের কমিটির আটজন সদস্যই বর্তমানে ছুটিতে বাড়িতে আছেন। সভাপতি মহোদয়ের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে।”
তবে উপজেলা শাখার সভাপতি উবাহাই মারমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?






