নাজিরপুরে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শেখমাটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর তাজিমূল উম্মাহ্ দাখিল মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা কাজী জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, বাগেরহাট জেলা জামায়াতের তারবীয়াত সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারী সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ্ বেলালী ও মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।
এ সময়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জামায়াত, যুব বিভাগ, শ্রমিক কল্যান ফেডারেশন, ওলামা বিভাগ, ইসলামী ছাত্র শিবির এবং মহিলা শাখা সহ ২'শতাধিক বাছাইকৃত দায়িত্ব শিলদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সমাবেশ সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত চলে।
What's Your Reaction?






