নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে ৬ হাজার ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৬ হাজার ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮৭০ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
আটকরা হলেন— নওগাঁ সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সখিদার (৩৪), নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার মৃত প্রভাত কুমারের ছেলে কাজল কুমার (৪০) এবং বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নেতৃত্বে অভিযানে মূল মাদক ব্যবসায়ী দুজন ও তাদের সহযোগী এক কিশোরকে আটক করা হয়। পরে জব্দকৃত ট্যাবেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক তিনজনকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সেনাবাহিনী থেকে মাদক ও আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?






