রাজবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য শীল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বিবেক শীলের ছেলে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতের বেলা হঠাৎ বিষাক্ত সাপ আদিত্যকে কামড়ালে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। তবে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে পথেই মৃত্যুবরণ করেন তিনি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বর্ষাকালে গ্রামে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা গ্রামে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ের পর ঝাড়ফুঁক বা লোকজ চিকিৎসার বদলে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া জরুরি। এতে অনেক সময় জীবন বাঁচানো সম্ভব হয়।
What's Your Reaction?






