আত্রাইয়ে পূজা মণ্ডপে বিএনপি নেতা চান্দুর শুভেচ্ছা

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্য ও সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু। তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের সাহাগোলা পীরপাড়া, বহুলাসহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ কালুর পুত্র। পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করবে। এ লক্ষ্য অর্জনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, পূজার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
বহুলা মন্দির কমিটির সভাপতি জানান, স্থানীয় সবার সহযোগিতায় তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই লিটন, ইউনিয়ন বিএনপির নেতা মোজাহার, সাহাগোলা ওয়ার্ড বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






