রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে দালালের দৌরাত্ম্য, ঘুষের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর রাজবাড়ী কার্যালয়ে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে একজন সেবাগ্রহীতা হেনস্থা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সেবাগ্রহীতার নাম মোঃ সুমন শেখ। তিনি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি মোঃ আক্রামুজ্জামান, যিনি রাজবাড়ী বিআরটিএ অফিসের একজন সিল কন্ট্রাক্টর এবং দালাল হিসেবে পরিচিত।
ভুক্তভোগী সুমন শেখ অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে প্রয়োজনীয় कागপত্র তৈরির জন্য তিনি দালাল আক্রামুজ্জামানকে সাড়ে আট হাজার টাকা দিয়েছিলেন। সোমবার সকালে তিনি কাজের অগ্রগতি জানতে এবং কাগজ সংগ্রহ করতে বিআরটিএ অফিসে যান। তখন আক্রামুজ্জামান তার কাছে ব্যাংক জমার স্লিপ চান। সুমন শেখ জানান যে, এক বছর আগের সেই স্লিপ তিনি আক্রামুজ্জামানের কাছেই জমা দিয়েছেন। এই কথা বলার সাথে সাথেই আক্রামুজ্জামান তাকে থাপ্পড় মারেন।
সুমন শেখ আরও জানান, তিনি এই আচরণের প্রতিবাদ করলে আক্রামুজ্জামান এবং তার সাথে থাকা আরও ৪-৫ জন তাকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করেন। তিনি বলেন, "টাকা দিয়ে কাজ না হওয়ায় আমি শুধু আমার টাকা ফেরত চেয়েছিলাম। এর জন্য এভাবে কেউ মারতে পারে না। আমি এই অন্যায়ের বিচার চাই।"
এই বিষয়ে অভিযুক্ত সিল কন্ট্রাক্টর মোঃ আক্রামুজ্জামানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনার প্রসঙ্গে রাজবাড়ী বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ নাসির উদ্দিন বলেন, "আক্রামুজ্জামান বিআরটিএ-এর কোনো কর্মকর্তা বা কর্মচারী নন, তিনি একজন বহিরাগত ব্যক্তি।" তিনি আরও জানান যে, একজন সেবাগ্রহীতাকে মারধরের বিষয়টি তিনি এডিসি মহোদয়ের মাধ্যমে অবগত হয়েছেন। তবে, তিনি অফিসের বাইরে থাকায় এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারেননি এবং পরে কথা বলবেন বলে জানান।
What's Your Reaction?






