ফরিদপুরে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ফরিদপুরে এইচএসএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় মৃদুল বিশ্বাস (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২০ অক্টোবর) রাতে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরীক্ষায় জিপিএ ৩.৯২ পাওয়ায় পরিবারের বকুনির শিকার হয়ে তিনি এই পথ বেছে নেন বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, মৃদুল বিশ্বাস ফরিদপুর শহরের ৩৯/৫/এ দক্ষিণ ঝিলটুলির একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার ফল প্রকাশের পর আশানুরূপ ফল না করায় তার বাবা-মা তাকে বকাঝকা করেন।
তার বান্ধবী পূজা সরকার ও নাদিরা জানান, পরিবারের সদস্যদের বকুনির কারণে মৃদুল মানসিকভাবে ভেঙে পড়েন। গভীর রাতে আনুমানিক দেড়টা থেকে ছয়টার মধ্যে কোনো এক সময় তিনি বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। আত্মহত্যার আগে তিনি বালিশের নিচে একটি সুইসাইড নোট রেখে যান।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃদুলের গ্রামের বাড়ি জেলার শাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামে, তার বাবার নাম মৃণাল কান্তি প্রামাণিক। এই ঘটনায় তার পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






