ফরিদপুরে হেযবুত তওহীদের সুধী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 8, 2025 - 14:45
 0  3
ফরিদপুরে হেযবুত তওহীদের সুধী সমাবেশ অনুষ্ঠিত

তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে হেযবুত তওহীদের প্রস্তাবনা নিয়ে ফরিদপুরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির জেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি রেজাউল করিম। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সভাপতি শফিউল আলম ওখবা, মাদারীপুর জেলা সভাপতি নূর-নবী, বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, শোভা রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার শেখ, সুভাষ চন্দ্র সরকার এবং গেরদা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নওশের আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য একটি মহল দেশি-বিদেশি ষড়যন্ত্র চালাচ্ছে। তারা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চায়। বক্তারা বলেন, প্রতিনিয়ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে, প্রতিপক্ষকে ঘায়েল করতে নানা কৌশল নেওয়া হচ্ছে—যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, যারা দেশের কল্যাণে রাজনীতি করছেন, তাদের মূল্যায়ন করা হচ্ছে না। বরং নিজেদের স্বার্থে কিছু শ্রেণি সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। তারা অভিযোগ করেন, দেশের বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হচ্ছে; এই পরিস্থিতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে নামতে হবে।

সমাবেশে বক্তারা পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান। তারা বলেন, এভাবেই দেশে স্থায়ী শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে হেযবুত তওহীদের পক্ষ থেকে রাষ্ট্রব্যবস্থার সংস্কারে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এতে মন্ত্রিপরিষদ, আইনসভা, আনুগত্যের ধারাবাহিকতা, রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল ও বিচারব্যবস্থা—এই ছয়টি ক্ষেত্রের সংস্কারমূলক ধারণা তুলে ধরা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow