পিরোজপুরের ইন্দুরকানীর পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ নিয়ে হাজির বিএনপি

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Jul 28, 2025 - 00:47
 0  2
পিরোজপুরের ইন্দুরকানীর পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ নিয়ে হাজির বিএনপি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আকস্মিক জোয়ারে প্লাবিত হয়েছে পিরোজপুরের উপকূলীয় উপজেলা ইন্দুরকানী। শত শত ঘর-বাড়িতে নদীর পানি ঢুকে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুল ভবনগুলোতে। এই চরম দুর্দিনে পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

রবিবার (২৭ জুলাই) সকালে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি উপজেলার প্লাবিত বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় তারা নৌকায় করে পানিবন্দি পরিবারগুলোর দোরগোড়ায় গিয়ে শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।

ত্রাণ বিতরণের সময় ঘরভর্তি পানিতে সন্তান কোলে বসে থাকা মা কিংবা অসহায় বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে বিএনপি নেতা আলমগীর হোসেন বলেন, "এটি শুধু ত্রাণ নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি শুধু রাজনীতির জন্য মাঠে থাকে না, মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার জন্যও থাকে। এই প্লাবনে হাজারো পরিবার ঘরছাড়া হয়েছে, তাদের খাওয়ার মতো শুকনো খাবারটুকুও নেই। এমন দুঃসময়ে মানুষের পাশে না দাঁড়ালে রাজনীতির কোনো মূল্য থাকে না।"

তিনি আরও বলেন, "আমরা যতটুকু পারি, ততটুকুই নিয়ে এসেছি। এটা যদি আপনাদের কিছুটা স্বস্তি দিতে পারে, সেটাই আমাদের বড় প্রাপ্তি।"

এই ত্রাণ ও অর্থ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow