পিরোজপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 20, 2025 - 16:14
 0  3
পিরোজপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

‎“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর)  দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

‎পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

‎অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।

‎অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ।

‎বক্তারা পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উন্নয়নের ভিত্তি। সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্য পরিসংখ্যানের ব্যবহার আরও সম্প্রসারিত করার উপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow