বালিয়াকান্দিতে কোটি টাকার খাস জমি উদ্ধার, আ. লীগ নেতার ৫০ বছরের দখলদারিত্বের অবসান

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
Oct 20, 2025 - 12:25
 0  2
বালিয়াকান্দিতে কোটি টাকার খাস জমি উদ্ধার, আ. লীগ নেতার ৫০ বছরের দখলদারিত্বের অবসান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে প্রশাসনের হস্তক্ষেপে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে পরিচালিত এই অভিযানে আওয়ামী লীগ নেতা মোঃ আমিরুল ইসলামের প্রায় ৫০ বছরের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটে। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, বালিয়াকান্দি মৌজার বিএস-৬৩৬২ নং দাগের ০.১৮২৫ একর জমির মধ্যে ০.০৯২৫ একর জমি ০১ নং খাস খতিয়ানভুক্ত। এই খাস জমির মধ্যে ০.০৩৫০ একর জমি দীর্ঘ দিন ধরে দখল করে রেখেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আমিরুল ইসলাম।

অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন কাগজপত্র পর্যালোচনা করে জমির মালিকানা সংক্রান্ত সত্যতা খুঁজে পায়। পরবর্তীতে প্রশাসনের নির্দেশনায় দখলদার আমিরুল ইসলাম নিজ উদ্যোগেই তার নির্মিত স্থাপনা সরিয়ে নেন।

বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এ বিষয়ে বলেন, "বালিয়াকান্দি বাজারের কোটি টাকা মূল্যের সরকারি জমিটি আমিরুল ইসলাম অবৈধভাবে দখল করে রেখেছিলেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে সত্যতা পাওয়ায় আমরা তাকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করি। তিনি নিজে থেকেই স্থাপনা সরিয়ে নিলে আমরা সরকারি জমিটি বুঝে নেই।"

দীর্ঘদিন ধরে বেদখলে থাকা মূল্যবান সরকারি সম্পত্তি উদ্ধারের ঘটনায় স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow