রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Jan 15, 2026 - 20:56
 0  5
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

‎রাজবাড়ীর পাংশায় সড়ক  দু'র্ঘ'ট'না'য় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই কিশোর নি'হ'ত হয়েছে।

‎বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পূর্ব পাশে পূর্ব কুড়াপাড়া এলাকায় এ দু'র্ঘ'ট'না ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমূখী একটি অ'জ্ঞা'ত ট্রাক তাদের মোটরসাইকেলকে ধা'ক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিক নি'হ'ত হন। গুরুতর আ'হ'ত অবস্থায় মিরাজ শেখকে উ'দ্ধা'র করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।

‎নি'হ'ত মিরাজ শেখ পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে এবং সজীব প্রামানিক একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে।

‎স্থানীয় সূত্রে আরও জানা যায়, নি'হ'ত সজীব প্রামানিকের আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়া যাওয়ার প্রস্তুতি চলছিল।

‎এ ঘটনায় পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু'র্ঘ'ট'নার পর লা'শ উ'দ্ধা'র করা হয়েছে। নি'হ'তের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লা'শ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎এ ম'র্মা'ন্তিক দু'র্ঘ'ট'নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow