বালিয়াকান্দিতে চক্ষু ক্যাম্প: শতাধিক অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু সেবা

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Nov 14, 2025 - 17:09
 0  3
বালিয়াকান্দিতে চক্ষু ক্যাম্প: শতাধিক অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু সেবা

বালিয়াকান্দি আই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) “চক্ষু ক্যাম্প–২০২৫ (পর্ব–২)” অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান এ ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখ ফুলে যাওয়া, লাল হওয়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দেখা–সহ বিভিন্ন চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন।

দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। আয়োজকরা জানান, আগের ক্যাম্পে শতাধিক মানুষ চক্ষু সেবা গ্রহণের পাশাপাশি ৩ জন অসহায় রোগীর সফলভাবে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয়েছিল, যা এলাকায় প্রশংসিত হয়েছে।

নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের মোমেনা বেগম বলেন, “বালিয়াকান্দিতে উন্নতমানের চক্ষু সেন্টার নেই। চিকিৎসার জন্য পাশ্ববর্তী জেলায় যেতে হয়, এতে ভোগান্তি বাড়ে। এখানে মাত্র ২০ টাকার বিনিময়ে ভালো সেবা পেয়েছি। চাই এই উদ্যোগ নিয়মিত হোক।”

বালিয়াকান্দি আই ফাউন্ডেশন জানায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত চক্ষু সেবা প্রদানের মাধ্যমে এলাকার দরিদ্র, বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow