বালিয়াকান্দিতে মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে বালিয়াকান্দি-নারুয়া সড়কের পশ্চিমপাড়া এলাকায় রেজাউল ইসলামের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান মন্ডল বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে। আহতরা হলেন—একই গ্রামের অটোচালক নাদেশ শেখ (৬৫), রুহুল আমিন সরদার (৬০) ও আব্দুস সালাম শেখ (৫৫)। আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিশ্চিন্তপুর গ্রাম থেকে পেঁয়াজের চারা নিয়ে একটি অটোরিকশা বালিয়াকান্দি বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বালিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে নারুয়া থেকে আসা একটি অজ্ঞাত মাহেন্দ্রর সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে যাত্রীরা রাস্তার পাশে ছিটকে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
What's Your Reaction?
আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ