দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে পিরোজপুর জেলা জামায়াতের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর ) দুপুর ১২টায় মিছিলটি পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমির মাও.ইসহাক আলী, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারী মো. আরিফ বিল্লাহ সহ জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,বাংলার মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর কখনো জায়গা হবে না। তাদের যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে আমরা সতর্ক অবস্থায় আছি,যে কোন মূল্যে আমরা সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করবো এবং তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ