বিএনপি জনগণের দল, জনগনই বিএনপির মূলশক্তি - অধ্যক্ষ আলমগীর হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরে এক আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, "বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণই বিএনপির মূল শক্তি। এই দল জনগণের ভোট ও অধিকার রক্ষায় সবসময় আন্দোলন করে যাচ্ছে।"
রবিবার (১৯ অক্টোবর) পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দক্ষিণ কৃষ্ণনগর ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রতিটি কর্মীকে সংগঠিত হয়ে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে বিভেদ ভুলে তারেক রহমানের ৩১ দফার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সকলে সম্মিলিতভাবে দেশের কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন চানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






