নরসিংদীর মেয়ে নাফিসার স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

এম নূরউদ্দিন আহমেদ, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ
Oct 6, 2025 - 11:50
 0  7
নরসিংদীর মেয়ে নাফিসার স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

নরসিংদীর কৃতি সন্তান নিশাত নাফিসা সম্প্রতি অর্জন করেছেন সম্মানজনক “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”। নিজ ক্ষেত্রের অসাধারণ সাফল্য, নেতৃত্বের গুণাবলি এবং সমাজে ইতিবাচক অবদান রাখার (ক্যাটাগরি চাইল্ড ডান্সার) স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। নাফিসা নরসিংদীর রায়পুরা বিয়াম ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বর্তমান বয়স আট বছর। বাবা এম নূরউদ্দিন আহমেদ একজন সাংবাদিক মা কবরী আহমেদ একজন গৃহিণী। 

গত শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা কেন্দ্রীয় কার্যালয়ে কচিকাঁচা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, সাংবাদিক, মিডিয়াকর্মী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে নাফিসার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশিষ্ট শিক্ষাবিদ জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী। এসময় সুপার হিরো ডিএ তায়েফ, প্রবীন নায়িকা সুচনা আফরিন, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোজাম্মেল হক, স্টার বাংলাদেশ মিডিয়ার সিইউ খন্দকার আসিফুর রহমান তোতাসহ একঝাঁক মিডিয়া কর্মী ও গুনিজন উপস্থিত ছিলেন । আয়োজক সংস্থা “স্টার ইভেন্ট ম্যানেজমেন্ট” প্রতিবছর বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা তরুণ তরুণীদের এই সম্মাননায় ভূষিত করে থাকে।

নিশাত নাফিসা শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে তার নিষ্ঠা ও চাইল্ড ডান্সার হিসেবে ইতিমধ্যেই কিশোর কিশোরী প্রজন্মের মধ্যে আলোকবর্তিকা হয়ে উঠেছেন। সে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ,গানে খুবই আগ্রহী।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে নাফিসা বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমার পরিবার, শিক্ষক ও নরসিংদীর সকল শ্রেনীর মানুষের ভালোবাসার ফসল। আমি চাই, আমার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সহকর্মীদের অনুপ্রাণিত করতে।”

নাফিসার এই অর্জনে জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে তার প্রোফাইল। স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় বিশিষ্টজনরা জানান, নাফিসার মতো সকল শিশু কিশোর প্রজন্মের উদ্যমী ও দায়িত্বশীল ব্যক্তিত্বরা সমাজের জন্য এক অনুপ্রেরণা। তার এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো জেলার গর্বের বিষয়।

নরসিংদীর মানুষ আশা করছেন, নাফিসা ভবিষ্যতেও তার কর্ম ও সাফল্যের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নরসিংদীর সুনাম আরও উজ্জ্বল করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow