সদরপুরে মোবাইল কোর্টে মমিন হোটেল মালিককে দুই লাখ টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এক হোটেল মালিককে দুই লাখ টাকা অর্থদ্বন্ড করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) আনুমানিক সকাল ১১টার দিকে সদরপুর সরকারি কলেজ মোড়স্থ “মমিন হোটেল এন্ড বিরিয়ানি হাউস”-এ সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রুবানা তানজিন, খাদ্য অধিদপ্তররের কর্মকর্তা এবং আনছার ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ।
মোবাইল কোর্টে উক্ত হোটেল কর্তৃপক্ষ ইকতিয়াজ আহমেদ তানজিদ (২১), পিতা: মোঃ মমিন মোল্যা-কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদ্বন্ডে দন্ডিত করা হয়।
What's Your Reaction?






