ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যক্ষ ইউনুস আলী

শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে অসামান্য অবদানের জন্য এ বছর ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকার মগবাজারের জলপাই পার্টি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিচারপতি জয়নুল আবেদীন অধ্যক্ষ ইউনুস আলীর হাতে এই সম্মাননা তুলে দেন। তবে, অধ্যক্ষের অনুপস্থিতিতে তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার স্ত্রী এবং বড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ শাহনাজ পারভীন।
অধ্যক্ষ ইউনুস আলী দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই প্রচেষ্টা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিক্ষা ক্ষেত্রে তার নিবেদন এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক বিশেষ স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হলো। তার এই অর্জন মাগুরার শিক্ষা ও সামাজিক অঙ্গনে এক নতুন অনুপ্রেরণার সৃষ্টি করেছে।
What's Your Reaction?






