জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 22, 2025 - 14:17
 0  4
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিন দলের পাঁচজন প্রতিনিধিকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

প্রধান উপদেষ্টার এই সফরে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা সঙ্গী হয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরও প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন। নবগঠিত জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় মূখ্য সংগঠক ডা. তাসনিম জারা।

সূত্রমতে, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আরেক নেতা মো. নকিবুর রহমান প্রতিনিধিদলের সাথে যোগ দেবেন।

জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) অধিবেশনে তার বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow