কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি, মুসলিম পাড়া সমাজ পরিচালনা পরিষদ, প্রবাসী ও এলাকাবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সমাজ পরিচালনা পরিষদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুল হক। মসজিদের মোতায়াল্লী আলহাজ্ব আহামদ ছৈয়দের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এ দিনই মানবতার মুক্তির দূত, শান্তির ধর্ম ইসলাম ও তাওহিদের বাণী নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন।”
মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মুহাম্মদ আবুল হাসনাত আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন কাতালশাহ (রা.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাবিব উল্লাহ কাদেরী, তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার শায়ের মোহাম্মদ মোজাম্মল হক রেজা কাদেরী এবং স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদ উল্লাহ কাদেরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও প্রবাসী হাজী মোহাম্মদ ইউসুফ, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সওদাগর, যুবদল নেতা সালাউদ্দিন রুবেল, মিলাদুন্নবী উদযাপন বাস্তবায়ন কমিটির মোহাম্মদ আব্দুর রহিম, সমাজ পরিচালনা পরিষদ ও মিলাদ কমিটির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মোহাম্মদ আব্দুল শুক্কুরসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলে বিশ্ব মানবতার মুক্তির কান্ডারী, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর আগমনের তাৎপর্য তুলে ধরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরিশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
What's Your Reaction?






