থানচিতে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 22, 2025 - 14:24
 0  8
থানচিতে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

বান্দরবানের সীমান্তঘেঁষা প্রত্যন্ত উপজেলা থানচিতে টাইফয়েড ভ্যাকসিনেশন (টিকাদান) ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোনা মৈত্র চাকমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, সাধু যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজি মালাকা এবং ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি শিমন ত্রিপুরা প্রমুখ। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু, প্রথাগত নেতা, স্বাস্থ্যকর্মী ও এনজিও প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ দিনব্যাপী এ কর্মসূচি চলবে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট ৬ হাজার ১২৫ জনকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ২৬ শতাংশ অনলাইনে নিবন্ধন সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে এই হার ৬০ শতাংশে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে টিকা গ্রহণের পূর্বে ও পরে করণীয় বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow